আন্তর্জাতিক ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৭

সহজতম ধাঁধার সমাধানে গলদ্ঘর্ম

আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে, এ তো ‘দুই মিনিটের খেলা’। চুটকিতে সমাধান করা যাবে এই ধাঁধার। কিন্তু সেই সহজতম ধাঁধার সমাধান করতেই ঘাম ছুটছে অংশগ্রহণকারীদের।

অ্যান্টেল স্টাটেন নামের এক ব্যক্তি একটি পাজল তৈরি করেছেন। সেটি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঝাঁপিয়ে পড়ে সেই রহস্য সমাধানের চেষ্টা শুরু করেছে সোশ্যাল দুনিয়া। কিন্তু বেশির ভাগই বুঝতে পারেননি গ-গোলটা কোথায়। কেউ কেউ আবার উত্তরও দিয়েছেন সঠিকভাবে। দেখুন তো চেষ্টা করে এই ধাঁধার সমাধান করতে পারেন কি না। এক হাতে ধরা একটি বার্তা। মেসেজটিতে লেখা রয়েছে, ‘যদি ধাঁধার ভুলটি ধরতে পারেন তা হলে শেয়ার করুন।’ অন্য হাতে ১-৯ পর্যন্ত লেখা রয়েছে খোপ কাটা ঘরে। আপাতদৃষ্টিতে দেখে সবারই মনে হতে পারে ভুলটা সম্ভবত রয়েছে ওই ১-৯-এর মধ্যেই। কিন্তু রহস্যটা ওখানেই। নাহ! নম্বরের মধ্যে কোনো ভুল নেই। এবার ভালো করে মেসেজ লেখা হলুদ কাগজটি লক্ষ করুন। বানানগুলো দেখুন। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে ভুলটা রয়েছে ‘মিসটেক’ শব্দটিতেই। ইচ্ছে করেই ভুল বানান লেখা রয়েছে। কাগজে কথাটি ‘MITSAKE’ লেখা থাকলেও সেটি ‘MISTAKE’ হওয়া উচিত ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist