আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৭

দক্ষিণ আফ্রিকায় অনাস্থা ভোটের মুখোমুখি জুমা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন। দেশটির পার্লামেন্ট সদস্যরা গতকাল মঙ্গলবার গোপন ব্যালটে এ ভোট দিচ্ছেন বলে জানা গেছে। বিরোধী দল আশা করছে, তার ওপর ক্ষুব্ধ এএনসির আইনপ্রণেতারা জুমার ক্ষমতাচ্যুতিতে সহায়তা করতে পারেন।

দুর্নীতি কেলেঙ্কারি ও রুগ্ন অর্থনীতির কারণে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ভেতরে জুমা সমালোচিত হচ্ছেন। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এএনসি গোপন ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটি আশা করছে, অনাস্থা ভোটের উদ্যোগটি ব্যর্থ হবে।

জানা গেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ২টায় পার্লামেন্ট অধিবেশন শুরু হয়। এদিকে পার্লামেন্ট অধিবেশন সামনে রেখে বেশ কয়েকটি বিরোধী দল কেপটাউনে অবস্থিত জাতীয় পরিষদে বিক্ষোভ করেছে। গত সোমবার আকস্মিকভাবে গোপন ব্যালটে ভোটের সিদ্ধান্ত জানান পার্লামেন্টের স্পিকার। এরপর প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পার্টি বলেছে, ‘এএনসি’র এমপিদের কোনো আপত্তি চলবে না। জুমাকে অপসারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist