আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুলাই, ২০১৭

আট বছর সকালের খাবার না খাওয়ায়

অনেকেই কাজের চাপে প্রাতঃরাশ করতে ভুলে যান। আবার এমন অনেক মানুষই আছেন যারা ইচ্ছাকৃতভাবেই সকালের খাবার খাওয়া থেকে বিরত থাকেন। এমন অভ্যাস যে কতটা মারাত্মক হতে পারে, তা বুঝিয়ে দিল চীনের এক সাম্প্রতিক ঘটনা। প্রায় আট বছর ধরে ৪৫ বছরের চেন প্রাতঃরাশ করতেন না। প্রায় ১০ বছর ধরে তার পেটে ব্যথা হতো। কিন্তু সার্জারির ভয়ে তিনি ডাক্তার দেখাননি। অবশেষে সহ্য করতে না পেরে সম্প্রতি চিকিৎসকের কাছে ছুটে যেতে বাধ্য হন। চিকিৎসকরা অস্ত্রোপচার করে প্রায় তার গলব্লাডার থেকে ২০০টি স্টোন বের করলেন। হেজহুর গুয়াংজি হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষার সময়ই গলব্লাডার স্টোনের অস্তিত্ব ধরা পড়ে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিদিন প্রাতঃরাশ এড়িয়ে যাওয়াই এর পেছনে মূল কারণ। যদিও এখন ওই মহিলা সুস্থই রয়েছেন। তার বিপদ কেটে গিয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তারা জানিয়েছেন, যতগুলো স্টোন ওই মহিলার দেহ থেকে বের করা গিয়েছে, তার মধ্যে কয়েকটির আকৃতি বেশ বড়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist