আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৭

উ. কোরিয়াকে বিরল সামরিক আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার

উত্তর কোরিয়ার একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণে কোরীয় অঞ্চলের উত্তেজনা চরম অবস্থায় পৌঁছালেও দেশটির সঙ্গে বিরল সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানাচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রস্তাবে প্রতিবেশী দেশটি সাড়া দিলে, তা হবে ২০১৫ সালের পর এ অঞ্চলের যুদ্ধাবস্থা উত্তেজনা প্রশমনের সবচেয়ে যুগোপযোগী পন্থা।

দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা বলেন, ‘দুই কোরিয়ার সীমান্তে সামরিক উত্তেজনা চরমে নিয়ে যেতে পারে, এমন প্রতিকূল ক্রিয়াকলাপ বন্ধ করা উচিত। আর এজন্য নিজেদেরই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে নিতে হবে।’ আর এতে করে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়ে ইনও উদ্ভূত সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের চিন্তা করছেন বলে জানা গেছে। সম্প্রতি বার্লিনে দেওয়া এক বক্তব্যে মুন বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে দেশটিকে নিষেধাজ্ঞা দিয়ে বা চাপে রেখে কোনো সমাধান সম্ভব হবে না। তারচেয়ে বরং এ সমস্যার জন্য শান্তিচুক্তি ও বহুপক্ষীয় সংলাপের প্রয়োজন রয়েছে। বিবিসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist