আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ জুন, ২০১৭

মস্কোকে বাঁধতে মরিয়া সিনেট

তদন্ত চলছে। মার্কিন ভোটে মস্কো তাই সত্যিই কলকাঠি নেড়েছিল কি না, এখনো তা স্পষ্ট নয়। মস্কো যেমন প্রথম থেকেই সেই অভিযোগ উড়িয়ে এসেছে, ডোনাল্ড ট্রাম্পও এই একটা বিষয়ে তেমন ঘাঁটাতে চান না রাশিয়াকে! স্থানীয় সময় গতকাল রাতে তবু সেই প্রসঙ্গ টেনেই মস্কোর বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন সিনেটরদের একটা বড় অংশ। ডেমোক্র্যাটরা তো বটেই, রাশিয়াকে ‘শিক্ষা’ দিতে আরো এক প্রস্ত নিষেধাজ্ঞা চাপানোর পক্ষে সওয়াল করলেন রিপালিকানরাও।

সূত্রের খবর, আগামী সপ্তাহেই নিষেধাজ্ঞা নিয়ে সংশোধনী বিল পেশ হবে সিনেটে। যাতে ইরানের সঙ্গে নাম জুড়ছে রাশিয়ারও। খসড়া তৈরি সেই চুক্তিপত্রের। সিনেটররা চাইছেন, মস্কোর ওপর এবার এমনভাবে নিষেধাজ্ঞা চাপানো হোক, যাতে প্রেসিডেন্ট চাইলেও তা না রাতারাতি উঠে যায়। এমনকি বিশেষ কোনো ক্ষেত্রে যদি তা শিথিল করতে হয়, তা হলেও শেষ কথা বলবে মার্কিন কংগ্রেসই। এ দফায় নতুন করে রাশিয়ার খনন, ধাতুশিল্প, জাহাজ ও রেল পরিবহনের ওপর নিষেধাজ্ঞা চাপাতে চাইছেন সিনেটররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist