আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুন, ২০২০

করোনাভাইরাস : থাইল্যান্ডে ২৮ দিন ধরে নতুন সংক্রমণ নেই

স্থানীয়ভাবে করোনাভাইরাস সংক্রমণের কোনো ঘটনা ছাড়াই টানা ২৮ দিন পার করেছে থাইল্যান্ড। এ পরিস্থিতিতে দেশটিতে বিদেশিদের প্রবেশের বিষয়ে বিধিনিষেধ কিছুটা শিথিলের চিন্তাভাবনা করা হচ্ছে বলে গতকাল সোমবার জানিয়েছেন থাইল্যান্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নিষেধাজ্ঞা শিথিলের কারণে ব্যবসায়ী, দক্ষ শ্রমিক ও যেসব বিদেশি থাইল্যান্ডে বসবাস করেন তাদের সুবিধা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

থাইল্যান্ডের সরকার পরিচালিত ‘সেন্টার ফর কোভিড-১৯ সিচুয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ এর মুখপাত্র তাওউয়িসিন উইসানুয়োথিন বলেন, ‘প্রথম তিনটি দল থাইল্যান্ডে ফিরতে পারবে আর তাদের ১৪ দিন রাষ্ট্রীয় কোয়ারেন্টাইনে থাকতে হবে। থাইল্যান্ডের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ইচ্ছুক মেডিকেল টুরিস্টদেরও দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য আসা ব্যবসায়িক ভ্রমণকারী ও পর্যটকদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে এবং এ বিষয়ে গাইডলাইন তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিধিনিষেধ শিথিল করার এসব প্রস্তাব গত শুক্রবার সরকারি করোনাভাইরাস টাস্ক ফোর্সের কাছে পেশ করা হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে জুন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে থাইল্যান্ড। দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ১৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, এদের মধ্যে ৫৮ জন মারা গেছেন। গত শুক্রবার মিয়ানমার থাইল্যান্ড থেকে ফেরত পাঠানো তাদের প্রবাসী শ্রমিকদের মধ্যে ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। তারা থাইল্যান্ড থেকেই আক্রান্ত হতে পারেন, এমন প্রশ্ন ওঠায় থাইল্যান্ড ও মিয়ানমার উভয় দেশই বিষয়টি তদন্ত করে দেখছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close