আন্তর্জাতিক ডেস্ক

  ২১ এপ্রিল, ২০২০

ইরানি সেনাবাহিনীর দুটি রাডার উন্মোচন

ইরানের সেনাবাহিনী কৌশলগত দূরপাল্লার দুটি রাডার উন্মোচন করেছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ দুই রাডার উন্মোচনের মধ্য দিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়ল। ইরানের

সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুল রহিম মুসাভির উপস্থিতিতে খালিজে ফার্স (পারস্য উপসাগর) এবং মুরাকিব (অতন্দ্র) নামের এ দুই রাডার উন্মোচন করা হয়। দীর্ঘপাল্লার রাডার খালিজে ফার্সের তৎপরতা পরিসীমা ৮০০ কিলোমিটারেরও বেশি। অত্যাধুনিক প্রযুক্তির ত্রিমাত্রিক ফেজড-অ্যারের এ রাডারে প্রচলিত সব লক্ষ্যবস্তুই ধরা পড়বে। এছাড়া, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তুসহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও এতে ধরা পড়বে।

মুরাকিব (অতন্দ্র)ও ত্রিমাত্রিক অত্যাধুনিক ফেজড-অ্যারে রাডার এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার। নিচু এবং মধ্যাকাশ দিয়ে উড়ে আসা নানা ধরনের ক্ষুদ্র লক্ষ্যবস্তু এতে ধরা পড়বে। এছাড়া, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এমন লক্ষ্যবস্তুসহ চালকহীন বিমানকেও ধরতে পারবে এ রাডার।

ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দেশটির জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় এই দুই রাডার ব্যবস্থার নকশা প্রণয়ন এবং তৈরি করেছেন ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close