আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ জুন, ২০১৯

সৌদি বিমানবন্দরে আবার ড্রোন হামলা

আবার সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। গত শুক্রবার এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি সপ্তাহেই বিমানবন্দরে দুইবার হামলা চালাল ইয়েমেন।

ইয়েমেনি সেনাবাহিনী বলছে, গত শুক্রবার ভোরে সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় কাসিফ-২ কে ড্রোন ব্যবহার করা হয়।

সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। গত শুক্রবার পাঁচটি ড্রোন-হামলা প্রতিহত করা হয়।

এর আগে গত বুধবার সৌদির আবহা বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হন। গত বুধবার হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির খবরে জানানো হয়, একটি ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়।

তবে প্রথম হামলার বিষয়টি নিশ্চিত করেনি সৌদি। মাত্র এক দিন আগেই রিয়াদের তরফ থেকে নিশ্চিত করা হয় যে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের চালানো দুটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close