আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ এপ্রিল, ২০১৯

শ্রীলঙ্কায় নিহতদের স্মরণে অন্ধকার থাকবে আইফেল টাওয়ার

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহতদের স্মরণে গতকাল সোমবার মধ্যরাত থেকে ফ্রান্সের আইফেল টাওয়ারের বাতি নিভিয়ে দেওয়া হয়। বিশ্বের অন্যতম আশ্চর্য অন্ধকার রেখে সম্মান জানানো হয় হামলায় হতাহতদের প্রতি।

গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদ্যাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে আট দফা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৯০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা এরই মধ্যে ৫০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ ৩৫ বিদেশি পর্যটকও রয়েছেন বলে জানা যায়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

টুইটে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানায়, ‘আজ (সোমবার) রাত ১২টায় আমরা সব বাতি নিভিয়ে শ্রীলঙ্কা হামলায় হতাহতদের প্রতি সম্মান জানাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close