আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০১৯

মমতার বায়োপিক নিয়ে সরব সিপিএম

গত সপ্তাহেই ‘বাঘিনী’ নামে একটি ছবির ট্রেইলার ইউটিউবে মুক্তি পেয়েছে। তাতে ছবির পরিচিতি হিসেবে বলা হয়েছে, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংগ্রামী’ জীবনভিত্তিক ছবি। নরেন্দ্র মোদির পরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে।

ভোটের মরসুমে নরেন্দ্র মোদির জীবনীচিত্র নিয়ে বিতর্ক চলছিলই। একবার সুপ্রিম কোর্ট, তারপর নির্বাচন কমিশন হয়ে ফের সুপ্রিম কোর্টে তা নিয়ে মামলা চলছে। তারই মধ্যে গতকাল মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

গত সপ্তাহেই ‘বাঘিনী’ নামে একটি ছবির ট্রেলার ইউটিউবে মুক্তি পেয়েছে। তাতে ছবির পরিচিতি হিসেবে বলা হয়েছে, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংগ্রামী’ জীবনভিত্তিক ছবি। ট্রেইলার থেকেই দেখা যাচ্ছে, মমতার ছোট বেলা থেকে মহাকরণ অভিযান, সিঙ্গুর আন্দোলনের মতো নানা ঘটনা উঠে এসেছে ছবিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close