আন্তর্জাতিক ডেস্ক

  ১০ এপ্রিল, ২০১৯

‘মানুষের টাকা চুরি করতে আসিনি’

‘আমার সম্পত্তির অভাব নেই। আমার টাকা ও সম্পত্তি অনেক রয়েছে। মানুষের টাকা চুরি করতে আমি আসিনি।’ ভোটের প্রচারে নেমে এভাবেই বললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চলচ্চিত্র অভিনেতা দেব। লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। দেব বলেন, ‘ভোট প্রচারে আমি বিরোধীদলের কোনো প্রার্থীকে ছোট করে দেখিনি। কাউকে অপমানসূচক কথাও বলিনি। যেদিন ওই ধরনের পথ অবলম্বন করতে হবে, সেদিন রাজনীতিটাই ছেড়ে দেব।’

ঘাটাল কেন্দ্রে দেবের অন্যতম বিরোধী বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বিরোধী প্রার্থী প্রসঙ্গে দেব বলেন, ‘আমি তাকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি, রাজনীতিতে সৌজন্য প্রয়োজন। আমি আগেও সেই সৌজন্য বজায় রেখেছি, এখনো রেখে যাব। বিরোধীরা আমার নামে যা খুশি বলতেই পারেন। তবে আমি বলব না। রাজনীতি করলেই খারাপ কথা বলতে হবে, এমন কথা কি কোথাও লেখা আছে?’

দেব আরো বলেন, ‘আমি যদি কাউকে কাদা ছুড়ে মারি, তাহলে আমার গায়েও কাদা একটু হলেও লাগবে। আমি সেটা চাই না।’ প্রচ- গরমের মধ্যেও প্রতিদিন নিয়ম করে প্রচারে বের হচ্ছেন দেব। এলাকায় এলাকায় ঘুরে মানুষের নানা সমস্যা জানার চেষ্টা করছেন। দেব বলেন, ‘আমার নামে কে কী বলল, তা গায়ে মাখি না।

কাউকে ছোটও করতে চাই না। উন্নয়ন যে বাংলাতে কতটা হয়েছে, তা মানুষই দেখতে পাচ্ছেন। বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সমব্যথী, গীতাঞ্জলিসহ নানা প্রকল্প উপহার দিয়েছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকারের নানা প্রকল্পের সহায়তা পাচ্ছেন মানুষ। তাই রাজ্য সরকারের উন্নয়নকেই সঙ্গী করে ভোটারদের কাছে যাচ্ছি। আমি জানি, আমার জয় নিশ্চিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close