আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৯

‘দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া শান্তির জন্য চ্যালেঞ্জ’

উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া ও আমেরিকা ৯ দিনব্যাপী যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে তা কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি সর্বাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ গত বৃস্পতিবার সতর্ক করে বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিয়ংইয়ং চুক্তিতে পৌঁছানোর পর যে বিবৃতি ও যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছিল তার চরম লঙ্ঘন ঘটেছে চলমান মহড়ার মধ্যদিয়ে। উত্তর কোরিয়া ও আমেরিকার যৌথ বিবৃতি এবং উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ ঘোষণায় শত্রুতা ও উত্তেজনা দূর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল। গত রোববার দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বার্ষিক দুটি বড় সামরিক মহড়া অনুষ্ঠানের বিষয়ে একমত হয় এবং চলতি সপ্তাহে তা শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩০ হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। দুই দেশের মধ্যকার সামরিক মহড়া সব সময় উত্তর কোরিয়ার কাছে অস্বস্তির বিষয় এবং এ ধরনের মহড়া বন্ধ করার জন্য পিয়ংইয়ং চাপ সৃষ্টি করে আসছে। গত জুন মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া বাতিলের ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, এ ধরনের মহড়া শুধু অর্থের অপচয়; যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক কিছু নয়। তারপরও এ মহড়া শুরু করল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close