আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুশিয়ারি ভারতের

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে নানামুখী পদক্ষেপ নিচ্ছে ভারত। ইতোমধ্যেই দেশটির পানিসম্পদমন্ত্রী নীতিন গড়কড়ি পাকিস্তানে নদীর পানি প্রবাহ বন্ধের হুমকি দিয়েছেন। সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পাকিস্তানের ভাগের পানি না দিয়ে তা কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যে ঘুরিয়ে দেওয়ার কথা গত বৃহস্পতিবার জানিয়েছেন ভারতীয় মন্ত্রী। নীতিন গড়কড়ি বিস্তারিত কিছু না জানালেও তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতোমধ্যেই নেওয়া সিদ্ধান্তের কথা পুনরুল্লেখ করেছেন মন্ত্রী। পানি ঘুরিয়ে নিতে গত ডিসেম্বরে একটি বাঁধ নির্মাণ প্রকল্পকে অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা।

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় করাচি শহরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট আইয়ুব খান চুক্তিটিতে স্বাক্ষর করেন। সিন্ধুর পানি চুক্তি অনুসারে রবি, বিপাশা এবং শতদ্রু নদীর পানির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের। বিনিময়ে সিন্ধু, চেনাব এবং ঝিলমের মতো পশ্চিম প্রবাহিনী নদীগুলোর পানি পাকিস্তানে বাধাহীনভাবে বয়ে যেতে দিতে হবে। কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলার পর সিন্ধুর পানি চুক্তি বাতিল করার দাবি উঠে ভারতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close