আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

কাশ্মীরে হামলা

ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

কাশ্মীরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আধাসামরিক বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, সীমান্ত সন্ত্রাস মোকাবিলায় নিজেদের সুরক্ষিত রাখার অধিকার আছে নয়া দিল্লির। প্রাণঘাতী এ হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও বোল্টন প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল শনিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ফোনালাপের কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কয়েক দশকের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানভিত্তিক জঙ্গিরা যত হামলা চালিয়েছে গত বৃহস্পতিবারের হামলাটিই তার মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হামলায় অন্তত ৪৪ জন আধাসামরিক সেনা নিহত হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close