আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেজরিওয়াল

ভারতের দিল্লির বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বর্ধিত বেতন দিতে ব্যর্থ হল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকার। গত ২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ডের এক সভায় রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন বৃদ্ধি করে যথাক্রমে ১৮ হাজার ও ১৬ হাজার করা হয়েছিল। এছাড়া অন্যান্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা করা হয়।

জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি। দিল্লিতে ওয়াকফ বোর্ডের অধীনে প্রায় ২০০ মসজিদ রয়েছে। এছাড়া আরো প্রায় দেড় হাজার মসজিদ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close