আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

আর্মেনীয়দের বিরুদ্ধে ‘গণহত্যা’ : ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কে আর্মেনীয় জনগোষ্ঠীর ওপর কথিত গণহত্যাকে স্মরণ করে ফ্রান্স সরকার শোক দিবস পালনের যে ঘোষণা দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি অ্যাক্সিভ বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার দেশের আর্মেনীয় জনগোষ্ঠীর ভোট পাওয়ার লক্ষ্যে ১০০ বছরেরও পুরনো একটি ইস্যুকে চাঙ্গা করছেন। তিনি আরো বলেন, ১৯১৫ সালের ওই ঘটনাকে আইন, ইতিহাস ও অ্যাকাডেমিক দিক দিয়ে গবেষণা করে দেখতে হবে। শুধু তুর্কি সরকারের চালানো গণহত্যা হিসেবে দেখলে চলবে না।

ওই মুখপাত্র বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনাটিকে তুর্কি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এটি নিয়ে গবেষণা জন্য আর্মেনীয় ও তুর্কি ইতিহাসবিদদের সমন্বয়ে একটি যৌথ কমিটি করার কথা বিবেচনা করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close