আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জানুয়ারি, ২০১৯

সেনা প্রত্যাহার

পেন্টাগনের চিফ অব স্টাফ সুয়েনির পদত্যাগ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এ নিয়ে তৃতীয় শীর্ষ কর্মকর্তা পেন্টাগন ছাড়লেন।

রিয়ার অ্যাডমিরাল সুয়েনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গত শনিবার মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘এটিই সঠিক সময় বেসরকারি খাতে ফিরে যাওয়ার।’

গত বছরের ডিসেম্বরে ট্রাম্প সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্য শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এর পরপরই প্রতিরক্ষামন্ত্রী জেনারেল জেমস ম্যাটিস ও ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের মার্কিন প্রতিনিধি ব্রেট ম্যাকগার্ক পদ ছাড়ার ঘোষণা দেন।

ট্রাম্প প্রশাসন আফগানিস্তান থেকেও সৈন্য সংখ্যা কমানোর চিন্তা করছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। সিরিয়া থেকে সব সৈন্য নিয়ে আসার কথা বললেও কবে নাগাদ এটি কার্যকর হবে তা জানায়নি।

সুয়েনি ২০১৭ সালের জানুয়ারি থেকে পেন্টাগনের চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন। পদত্যাগপত্রে এ রিয়ার অ্যাডমিরাল দায়িত্ব পালনকালে তার সহকর্মীদের সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানালেও ট্রাম্পের নাম নেননি।

এর আগে গত মাসে দেওয়া পদত্যাগপত্রে ম্যাটিস সেনা প্রত্যাহার নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিয়েছিলেন।

তার দর্শন ছিল ‘মিত্রদের মর্যাদার সঙ্গে দেখা’ এবং ‘যুক্তরাষ্ট্রের সব শক্তিকে কাজে লাগিয়ে’ একটি সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাপনা দাঁড় করানো পদত্যাগপত্রে এ জেনারেল এমনটাই লিখেছিলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

‘এসব ও অন্যান্য বিষয়ে আপনার বিবেচনার সঙ্গে খাপ খায় এমন কাউকেই প্রতিরক্ষামন্ত্রী বানানোর অধিকার আপনার (ট্রাম্প) রয়েছে। আমার মনে হয়, সরে দাঁড়ানোর এটিই সঠিক সময়’ বলেছিলেন ম্যাটিস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close