আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০১৮

ইতালিতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৬

ইতালির পূর্বাঞ্চলে একটি নাইটক্লাবের কনসার্টে পদদলনের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কোরিনাল্ডো শহরের ল্যান্টের্না আজ্জুরা ক্লাবে গত শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনার সময় জনপ্রিয় এক শিল্পীর কনসার্ট চলছিল।

হাজারো দর্শকের ওই কনসার্টে মরিচের গুড়া স্প্রে করার পরই আতঙ্ক ও হুড়াহুড়ি শুরু হয় বলে ভাষ্য স্থানীয় গণমাধ্যমগুলোর। এরপরই ওই পদদলনের ঘটনা ঘটে।

আহতদের কাছাকাছি আনকোনা ও সেনেগালিয়া শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। গত বছরের জুনে তুরিনে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল উপলক্ষে করা এক প্রদর্শনীর সময় পটকা পোড়ানোর পরও হুড়াহুড়ির ঘটনা ঘটেছিল। সেইবারের পদদলনে আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গিয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close