আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ অক্টোবর, ২০১৮

৪৩৪ জন একসঙ্গে শঙ্খ বাজিয়ে গিনেস বুকে নাম

এবারের দুর্গাপূজায় একসঙ্গে ৪৩৪ জনকে দিয়ে শঙ্খ বাজিয়ে গিনেস বুকে নাম তুলেছে ভারতের পশ্চিমবঙ্গের গুরুগ্রাম বঙ্গীয় সাহিত্য পরিষদ পূজা কমিটি। পূজার অষ্টমীর দিন আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। অনুষ্ঠানটি সামনে থেকে দেখার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ডের পক্ষে ওই পূজামন্ডপে দুজন সাক্ষীর পাশাপাশি ১০ জন পর্যবেক্ষকও উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী চলা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মোট ৪৭২ জন। তাদের মধ্যে ৪৩৪ জন প্রতিযোগী টানা ১০ সেকেন্ড করে শঙ্খ বাজিয়েছেন। প্রতিযোগীদের মধ্যে পূজার স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দর্শনার্থীরাও ছিলেন। একবারে দুই পক্ষের ৫০ জন করে শঙ্খ বাজিয়েছেন। সময় শেষে দেখা যায়, ২৯৫ জনের দীর্ঘ শঙ্খ বাজানোর রেকর্ড ভেঙে দিয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ পূজা কমিটি।

স্বভাবতই রেকর্ড ভেঙে খুশি পূজা উদ্যোক্তা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই দুর্গাপূজায় নতুন কিছু করার পরিকল্পনা করেছিলাম। গত ফেব্রুয়ারিতে এর পরিকল্পনা নেওয়া হয়। তারপরই নিজেদের কর্মক্ষমতা যাচাই করে নিয়ে গিনেস বুকে নাম নথিভুক্ত করি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close