আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ অক্টোবর, ২০১৮

কুকুর ঢোকায় ম্যানেজার বরখাস্ত

কয়েক মাস আগে বিশাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চালু করা হয় নয়া ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে পরিষেবা নিয়ে যাত্রীদের একগুচ্ছ অভিযোগ তো ছিলই, তার সঙ্গে এবার যুক্ত হলো নতুন বিড়ম্বনা। এই বিমানবন্দরের লাউঞ্জে ঢুকে পড়ল একদল রাস্তার কুকুর। এ ঘটনার জের ধরে বিমানবন্দরের ম্যানেজার আসগর ফাহিমকে বরখাস্ত করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএ) এই ঘটনাটিকে নিরাপত্তার গাফিলতি হিসেবেই দেখছে। সিএএর ডিরেক্টর জেনারেল এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ফাহিম অবশ্য তার বিরুদ্ধে আনা ব্যবস্থা এবং তদন্তকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের এই নয়া বিমানবন্দরে বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ছাড়াও রেঞ্জার্স ও পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে আছেন। এ ছাড়া কোনো রকম অস্বাভাবিক গতিবিধি দেখলেই সাইরেনের ব্যবস্থা আছে। তা সত্ত্বেও কীভাবে লাউঞ্জে রাস্তার কুকুর ঢুকে পড়ল, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close