আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় গর্ডন

যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় গর্ডন। উপকূলে আঘাত হানা এ ঝড়ের কারণে অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গতকাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গর্ডন নামের ঝড়টি মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উপকূলের কাছাকাছিতে শক্তিশালী হয়। তবে এখনও সেটি হারিকেন স্ট্যাটাস পায়নি। দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, অ্যালবামা-মিসিসিপি সীমান্তের পশ্চিম দিকে গর্ডন আঘাত হানে। ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ কিলোমিটার। খবরে বলা হয়, ঝড়ের কারণে হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তাই একে জীবনের জন্য হুমকি হিসেবে সতর্কতা জারি করেছে এনএইচসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close