আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ আগস্ট, ২০১৮

করমর্দন না করায়

সুইজারল্যান্ডের লুসান শহর কর্তৃপক্ষ এক মুসলিম দম্পতির নাগরিকত্বের আবেদন বাতিল করেছে। তারা করমর্দন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লুসান পৌর মেয়র গ্রেগোয়ার জুনোদ জানান, লিঙ্গ সমতার ব্যাপারে দম্পতির কোনো শ্রদ্ধা নেই। এজন্য তারা যে নাগরিকত্ব আবেদন করেছেন তা মঞ্জুর করা হয়নি। মেয়র জানান, কয়েক মাস আগে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে পৌর কমিশন। শুক্রবার জানানো হয় তারা নাগরিকত্ব শর্ত পূরণ করেনি। মুসলিম দম্পতির পরিচয় বা কোন দেশের বাসিন্দা সে বিষয় কিছু বলেননি পৌর মেয়র। তবে তিনি বলেন, তারা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে করমর্দন করেননি। বিপরীত লিঙ্গের মানুষের প্রশ্নের উত্তর দিতেও অত্যন্ত সমস্যা হয় তাদের। মেয়র জুনোদ বলেন, আইনেই বিশ্বাস ও ধর্মের স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে। ধর্ম চর্চাও এর বাইরে না। উপমেয়র পিয়ের-আন্তোন হিলব্র্যান্দ বলেন, দম্পতির আবেদন বাতিল হওয়ায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলেন, ‘সংবিধান ও নারী-পুরুষের সমতা ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে।’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে হাতে ৩০ দিন পাবেন দম্পতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close