আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট, ২০১৮

গজনির নিয়ন্ত্রণ কার হাতে?

আফগানিস্তানের সরকারি সেনা ও উগ্রগোষ্ঠী তালেবানÑ দু’পক্ষই গজনি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। গত কয়েক দিন ধরে শহরটিতে ভয়াবহ সংঘর্ষ চলছে এবং শুক্রবার তালেবান শহরের বিরাট অংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।

শুক্রবার শেষ দিকে আফগানিস্তানের সরকারি বাহিনী বলেছিল যে, নিরাপত্তা বাহিনী শহরে পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে যার মূল লক্ষ্য হলো তালেবান গেরিলা।

গজনির সংসদ সদস্য শাহ গুল রেজায়ি বলেছেন, কাবুলের কেন্দ্রীয় সরকার বলেছে, গজনির নিয়ন্ত্রণ তাদের হাতে। তবে আমরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি যারা বলেছেন যে, গজনি শহরের আশপাশে এখনো সংঘর্ষ চলছে।

আফগানিস্তানের এ সংসদ সদস্য বলেন, তালেবান গেরিলাদেরকে পিছু হঠাতে বাড়তি সামরিক শক্তি পাঠানো হয়েছে। তবে তালেবান গেরিলারা আফগান সামরিক বাহিনীর বিরুদ্ধে বিজয় দাবি করেছে। তারা বলেছে, গজনি শহর জয় করতে গিয়ে তালেবান গেরিলারা চার ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দখল করা হয়েছে। এ অবস্থায় সংসদ সদস্য রেজায়ি বলছেন, আসলে গজনি কে নিয়ন্ত্রণ করছে তা বলা কঠিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close