আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুলাই, ২০১৮

মার্কিন হুমকিতে সিরিয়া থেকে সরবে না ইরান

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি হুমকিতে সিরিয়া থেকে ইরান সরে আসবে না। গতকাল শুক্রবার মস্কোর ভালদাই ডিসকাশন ক্লাবে দেওয়া ভাষণে এ কথা বলেন বেলায়েতি। তেহরানভিত্তিক প্রার্সটুডে এ খবর জানিয়েছে।

সিরিয়া প্রশ্নে বিভক্ত আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়ার মতোই ইরানের অবস্থান আসাদ সরকারের পক্ষে। আমেরিকার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ ইরানের নেই উল্লেখ করে বেলায়েতি বলেন, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান সিরিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান। রাশিয়া ও ইরানের সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই আমেরিকা সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বেলায়েতি বলেন, ইরান ও রাশিয়া যদি সিরিয়া থেকে সরে আসে তাহলে সন্ত্রাসীরা আবারও সেখানে প্রভাব বিস্তার করবে। ইরান ও রাশিয়ার উপস্থিতির কারণে সেখানে সন্ত্রাস দমন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, সিরিয়া ও ইরাক সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই দেশে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। ইরানি উপদেষ্টারা সিরিয়া ও ইরাকে বৈধভাবে অবস্থান করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist