আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জুলাই, ২০১৮

কিডনিতে আট শতাধিক পাথর!

প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, এ ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তাঁর কিডনিতে পাথর আছে। অস্ত্রোপচার করে একে একে ৮৫৬টি পাথর বের করলেন চিকিৎসকরা। অথচ কোনো লক্ষণই নাকি ছিল না ওই রোগীর দেহে! সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে এ ঘটনা ঘটে। ফোরটি হাসপাতালে চিকিৎসকরা ওই অস্ত্রোপচার করেন। মুনেশ কুমার গুপ্তা (৪৫) নামের এক ব্যক্তির কিডনি অস্ত্রোপচার করে বের করা হয় ৮৫৬টি পাথর।

জানা যায়, মুনেশ কুমার প্রস্রাবের সঙ্গে রক্তপাতের সমস্যা ফোরটিস হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, কিডনিতে পাথর হওয়ার পর যেসব সমস্যা হয় তা ছিল না মুনেশের। হাসপাতালের ইউরোলজি বিভাগের পরিচালক ডা. রাজিন্দর যাদব জানান, ২০০৭ সালে ওই ব্যক্তির বাম কিডনিতে অস্ত্রোপচার করে পাথর বের করা হয়েছিল। এবারে আল্ট্রাসোনোগ্রাফি করে আবার তাঁর বাম কিডনিতে দুটি বড় পাথর ধরা পড়ে। যেগুলোর আকার ছিল ৩৩ মিলিমিটার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist