আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জুন, ২০১৮

মুম্বাইতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ঘনবসতি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ১২ আসনের ওই ভাড়া বিমানটিতে পাইলটসহ চারজন লোক ছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে বিমানবন্দরে নামার সময় সেটি নিকটবর্তী ঘাটকোপাড়ে একটি নির্মাণাধীন স্থাপনার ওপর বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

টুইটারে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা গেছে, বিমানটির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া উঠছে। বিমানের ধ্বংসস্তূপের আশপাশে অনেক লোক জড়ো হয়েছেন। ঘটনাস্থল থেকে পুড়ে দগ্ধ হয়ে যাওয়া দুইটি লাশ উদ্ধার করেছেন দমকল কর্মীরা। বিধ্বস্ত বিচক্র্যাফট কিং এয়ার সি ৯০ টার্বোপ্রোপ বিমানটি ২০১৪ সালে উত্তর প্রদেশ সরকার মুম্বাইভিত্তিক কোম্পানি ইউওয়াই এভিয়েশনের কাছে বিক্রি করে দিয়েছিল। উত্তর প্রদেশের কর্মকর্তা অভিনাশ আওয়াসথি বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, এলাহাবাদে একটি দুর্ঘটনার পর বিমানটি বিক্রি করে দেওয়া হয়।

এক টুইটে এএনআই জানিয়েছে, ভাড়া ওই বিমানটি ঘাটকোপাড়ের জাগ্রিতি ভবনের নির্মাণাধীন স্থাপনার ওপর বিধ্বস্ত হয়েছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই দমকলের বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist