আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুন, ২০১৮

অনথিভুক্ত অভিবাসীদের ফেরত পাঠাবে ইতালি

ইতালির উগ্র জাতীয়তাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও সালবিনি ঘোষণা করেছেন, অনথিভুক্ত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিতিশীলতার পর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা জোট সরকারকে অনুমোদন দেওয়ার পরপরই সালভিনি জানালেন, ইতালি অনথিভুক্ত অভিবাসীদের বিষয়ে কঠোর হবে। রেডিও উপস্থাপক থেকে রাজনীতিতে আসা সালভিনি বলেন, ইতালির দরজা ভালো মানুষের জন্য উন্মুক্ত। আর যারা ইতালিতে আসে গোলমাল করার জন্য এবং ভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে, তাদের জন্য শুধু ফেরার সুযোগ থাকবে। তাদের বাড়ি পাঠানো আমাদের অন্যতম অগ্রাধিকার হবে। পালমারো বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আশ্রয়বিষয়ক আইন বিশেষজ্ঞ ফুলভিও ভাসালো বলেন, আমার আশঙ্কা যে ইতালির অভ্যর্থনা কেন্দ্রগুলো ছোট আকারের ক্যালাইস জঙ্গলে পরিণত হবে। এতে জনগণের কাছ থেকে অভিবাসীদের দূরে রাখা হবে। অভিবাসী বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ থাকলেও এই নীতি বাস্তবায়ন করা ইতালির জন্য সহজ না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist