আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ মে, ২০১৮

এবার যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওপর পাকিস্তানের বাধা

মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও পণ্যের ওপর নতুন ভ্রমণ বাধা আরোপ করল পাকিস্তান। এবার থেকে তাদের জন্য যুক্তরাষ্ট্রের পণ্যসম্ভারকে পাকিস্তানি বিমানবন্দরে বিশেষ স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। সম্প্রতি পাকিস্তানি কূটনীতিকদের ভ্রমণের ওপর কিছু বাধা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থিত চারটি পাকিস্তানি কনস্যুলেটের কর্মকর্তাদের স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে।

পাকিস্তানি কূটনীতিবিদদের উপর যুক্তরাষ্ট্রের এই বাধা আরোপের পরিপ্রেক্ষিতেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের উপর বাধা আরোপ করল ইসলামাবাদ। এই পদক্ষেপটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে আমেরিকান কূটনীতিবিদরা অফিশিয়াল ও ভাড়া গাড়িতে কালো কাঁচ ব্যবহার করতে পারবেন না। এছাড়া গাড়িতে বিশেষ নম্বর প্লেটও ব্যবহার করতে পারবেন না। শুধু গাড়ি নয়, কিছু বিধিনিষেধ কড়া করা হয়েছে, মার্কিন কূটনীতিকদের ব্যবহার করা মোবাইল সিম ও পাসপোর্টের ওপর। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে পাকিস্তানে থাকা আমেরিকান কূটনীতিবিদরা একাধিক পাসপোর্ট রাখতে পারবে না। চলতি বছরের এপ্রিল মাসেও ভিসা নীতি নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এই উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছে যে পাকিস্তানি কর্মকর্তাদের জন্য স্বল্প সময়ের ভিসা জারি করেছে আমেরিকা। তারই জেরে শক্ত হয়েছে পাকিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist