আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ মে, ২০১৮

যুক্তরাষ্ট্রকে কোনো অলৌকিক প্রার্থীই রক্ষা করতে পারবে না

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আমেরিকাকে রক্ষায় কোনো অলৌকিক প্রার্থীর প্রত্যাশা না করতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেকেই ধারণা করছেন মিশেল ওবামা হয়তো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। তার এই আহ্বান সে ধারণাকে নাকচ করে দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

লস এঞ্জেলসে গত শনিবার ইউনাইটেড স্টেট অব উইমেন সামিটে ৫৪ বছর বয়সী এই সাবেক ফার্স্ট লেডিকে একজন রকস্টারের মতোই অভিনন্দিত করা হয়। এতে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিল। মিশেল বলেন ‘এটা কোনো বিষয় নয় কে নির্বাচনে প্রার্থী হলো’। তিনি নারীর ক্ষমতায়নে ঘরে বাইরে কাজ করতে নারীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘আমাদের রক্ষায় আমরা কোনো একক ব্যক্তির জন্য অপেক্ষা করবো না। আমরা বারাক ওবামাকে ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বর্ণবিদ্বেষ থামাতে পারেননি।’ অনুষ্ঠানে অভিনেত্রী জেন ফন্ডা ও মি টু আন্দোলনের নেত্রী তারানা ব্রুক বক্তব্য রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist