আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০১৮

গ্রেফতার ৭০ আইএস জঙ্গি

পৃথক অভিযানে ৭০ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করল তুরস্ক পুলিশ। তুরস্কের মধ্য অ্যানাটোলিয়ায় এস্কিসেহর প্রদেশের ৯টি জায়গায় আইএসের ঘাঁটিগুলিতে অভিযান চালায় তুরস্ক পুলিশ। আইএসের শীর্ষ নেতাসহ ১০ জন বিদেশি জঙ্গি গ্রেফতার হয়। জঙ্গিরা সবাই ইরাকের বলে জানিয়েছে পুলিশ। ইস্তাম্বুলে পৃথক অভিযানে আরো ৫১ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। পশ্চিমে ইজমির প্রদেশ থেকেও তল্লাশি চালিয়ে ৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পূর্বাংশে মালাত্যায় প্রদেশে এক আইএসপন্থি নেতাকে আটক করেছে পুলিশ। ওই জঙ্গিরা সবাই বিদেশি বলেই জানানো হয়েছে পুলিশের তরফে। ইস্তাম্বুলের আরো ৬টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, নথিপত্র, ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্কও উদ্ধার করেছে পুলিশ। জঙ্গিদের জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তুরস্ক পুলিশের শীর্ষ কর্তারা। পুলিশ জানিয়েছে, ধৃতরা সবাই তুরস্কে বড়সড় হামলা চালানোর ছক কষছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist