আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মার্চ, ২০১৮

ফের অনুদান বন্ধের হুমকি পাকিস্তানকে

সন্ত্রাস দমন প্রসঙ্গে পাকিস্তানের প্রতি নিজেদের কড়া অবস্থানেই অনড় থাকল আমেরিকা। সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করলে ইসলামাবাদকে আর্থিক সাহায্য করা হবে না বলে সাফ জানিয়ে দিল মার্কিন প্রশাসন। গত জানুয়ারিতেই পাকিস্তানের নিরাপত্তার জন্য বরাদ্দ ১১৫ কোটি ডলারেরও বেশি অনুদান এক ধাক্কায় আটকে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সরকার। যুক্তি একই। পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী দল ও জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইসলামাবাদ।

তাতে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভারত-সহ এক বিশাল অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এক দিকে আমেরিকার কড়া মনোভাব, অন্য দিকে জাতিসংঘের মতো বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতসহ অন্য দেশগুলোর সাঁড়াশি আক্রমণের মুখে কিছুটা হলেও সুর নরমে বাধ্য হয়েছিল পাকিস্তান। চাপের মুখে তড়িঘড়ি হাফিজ সইদকে জঙ্গি ঘোষণা করা হয়। দেশজুড়ে হাফিজের রাজনৈতিক কার্যকলাপে রাশ টানে প্রশাসন।

সে সময় সুর নামিয়েছিল ওয়াশিংটনও। মার্কিন কংগ্রেসের বাজেটে আগামী অর্থ বর্ষে পাকিস্তানের জন্য সামরিক খাতে ৮ কোটি ডলার অনুদানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তা হলে ফের কেন কড়া হুশিয়ারি? জানুয়ারিতে সতর্ক করার পরও সন্ত্রাস দমনের ব্যাপারে পাকিস্তানের ভূমিকা যে আদৌ বদলায়নি, এবারও সে কথা স্পষ্ট করে দিল আমেরিকা। অভিযোগ, আফগানিস্তান ও অন্যান্য দেশে হামলা চালিয়ে পাকিস্তানের মাটিতেই আশ্রয় নিচ্ছে তালেবান ও অন্য জঙ্গিরা। সে কারণেই ফের অনুদান বন্ধের কড়াকড়ি।

মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাইক অ্যানড্রিউসের মন্তব্য, ‘আটকে দেওয়া অনুদান ফেরত পেতে কী কী করণীয় সে বিষয়ে পাকিস্তানকে বরাবর খোলাখুলি বার্তা দিয়েছে আমেরিকা।’ সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের আফগানিস্তান সফরে সঙ্গী ছিলেন অ্যানড্রিউস।

সন্ত্রাসপ্রবণ আফগানিস্তানে শান্তি ফেরাতে বহু দিন ধরেই লড়ছে মার্কিন সেনা। প্রশ্ন উঠছে, জঙ্গি দমন করতে এবার কি পাকিস্তানেও অভিযান চালাবে তারা? এই মুহূর্তে তেমন পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন অ্যানড্রিউস। তিনি বলেন, ‘এই সময়ে মার্কিন সেনার গতিবিধি শুধু আফগানিস্তানের সীমানাতেই আবদ্ধ। তবে প্রয়োজনে সেই পরিস্থিতিও তৈরি হতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist