আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ মার্চ, ২০১৮

‘ক্লান্ত হয়ে পড়েছি, আগেই ক্ষমতা ছাড়তে চাই’

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘আমি ক্লান্ত হয়ে পড়েছি। বয়স হয়েছে। তাই আগেভাগেই ক্ষমতা ছাড়তে চাই।’ দীর্ঘদিন ক্ষমতায় থাকার অনিচ্ছা ব্যক্ত করে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেওয়ার এমন আগ্রহ রাজনীতিবিদদের মধ্যে খুব কমই দেখা যায়। দুতের্তে ক্ষমতা আঁকড়ে থাকতে চান বলে ফিলিপাইনে গুঞ্জন রয়েছে। দীর্ঘদিন ধরেই দুতের্তে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের আদলে একটি ফেডারেল শাসন ব্যবস্থা চালু করতে চেয়েছেন। এ জন্য তিনি এক মাস আগে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সাংবিধানিক আইন বিশেষজ্ঞদের নিয়ে ১৯ সদস্যের একটি প্যানেল গঠন করেছেন।

সমালোচকদের মতে, সংবিধান পরিবর্তনের মাধ্যমে দুর্তেতে আসলে ২০২২ সালের পরও ক্ষমতায় থেকে যাওয়ার পথ সুগম করতে চাইছেন। কিন্তু এমন জল্পনা উড়িয়ে দিয়ে ৭২ বছর বয়সী এ প্রেসিডেন্ট বলেন, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন এবং দীর্ঘদিন দেশ শাসনের শক্তি তার নেই। তিনি বলেন, ‘আমি ২০২০ সালের মধ্যেই ক্ষমতা ছেড়ে দেব, আমি ২০২২ সালের জন্য অপেক্ষাই করব না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist