আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ জানুয়ারি, ২০১৮

পদত্যাগ করলেন এফবিআই উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার শিকার হয়ে গত সোমবার দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে পদত্যাগ করেছেন। গতকাল বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের এই কর্মকর্তা অ্যান্ড্রু ম্যাককেবেকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মার্চে এফবিআইয়ের উপপ্রধান হিসেবে ম্যাককেবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এর আগেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

এদিকে ম্যাককেবের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে হাত থাকার কথা অস্বীকার করেছে হোয়াইট হাউস। আর এতে কী কারণে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা অজানা থেকে গেল। সম্প্রতি হিলারি ক্লিনটনের প্রতি ম্যাককেবের পক্ষপাতিত্বের অভিযোগ করে সমালোচনা করেছিলেন ট্রাম্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist