আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০১৮

জুমার নামাজে ইমামতি করে বিপাকে নারী ইমাম

শুক্রবারের জুমার নামাজের ইমামতি করে বা নেতৃত্ব দিয়ে এবার হুমকির মুখে ভারতের কেরালার এক নারী। মসজিদের দীর্ঘদিনের প্রথা ভেঙে জামিদা নামের ওই নারী নমাজের নেতৃত্বে দেন। কেরালার মালাপ্পুরম জেলার ওয়ান্ডুরের জামিদা। ৩৪ বছর বয়সী ওই নারী স্কুলের শিক্ষকও বটে। এবার এই শিক্ষিকাও হুমকির মুখে। কেননা তিনি শুক্রবারের জুমার নামাজের নেতৃত্ব দিয়েছেন। অন্ধ বিশ্বাসীদের অভিযোগ, জামিদা ধর্মকে আঘাত করেছেন। অন্য অর্থে ধর্মকে অশুচি করেছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি জামিদা কোরআন সুন্নাহ সোসাইটির সাধারণ সম্পাদকও বটে। এই সংগঠনটি ধর্মীয় সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলনের জেরে জামিদা এখন মসজিদের ইমাম। ভারতের ইতিহাসে প্রথম নারী ইমাম। জানা গেছে, নারীসহ প্রায় ৮০ জন শুক্রবারের এই নামাজে অংশ নিয়েছিলেন। যার নেতৃত্বে ছিলেন জামিদা। প্রথম দিকে জামিদার কাজকে অনেকেই উচ্চৈস্বরে সমর্থন করেছিলেন। ভালো পদক্ষেপ বলেছিলেন। কিন্তু এরপরই হুমকি শুরু হয়ে যায়। ভীত জামিদা এখন পুলিশের নিরাপত্তা চাইছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist