নিজস্ব প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৭

বাদ পড়া বেসরকারি স্কুল জাতীয়করণের দাবি

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বলেছেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা ভালোভাবে খেতে পারে। আর আমাদের সন্তানরা তাদের দিকে চেয়ে থাকে।’ তারা আরো বলেন, ‘আমরা বেতন পাই না। খেয়ে না খেয়ে পাঠদান করি। আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা চায়, সন্তানরা লেখাপড়ার খরচ চায়। কিন্তু আমরা দিতে পারি না। আমাদের মনটা দুঃখে ভরে উঠে।’ প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামে অন্তত একটি করে প্রাথমিক স্কুল দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো অনেক ইউনিয়নে সরকারি স্কুল নেই বলে জানান তারা। গতকাল বুধবার দুপুরে অবিরাম বর্ষণ উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নেতারা এসব কথা বলেন। সারা দেশের বাদ পড়া বেসরকারি প্রাথমিক স্কুলগুলোকে জাতীয়করণের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আ স ম জাফর ইকবাল জানান, ‘২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশকৃত বিদ্যালয়গুলো বাদ দিয়ে চলতি বছরের ২৩ মার্চ ৩০৩টি অযোগ্য বিদ্যালয়ের গেজেট প্রকাশ করা হয়। ইতিপূর্বে ইউএনডিপি পরিচালিত ২১০টি বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণের বাইরে রাখা হয়েছে।’

ইকবাল আরো বলেন, ‘প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মন্ত্রণালয়ে প্রেরণ ও কেন্দ্রীয় টাস্কফোর্স জাতীয়করণ কমিটি সরকারিভাবে যাচাই বাছাই করা হলেও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনা হয়নি। ফলে সারা দেশে যাচাই-বাছাই করা এক হাজার ৩০০ বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত রয়েছে। এ ছাড়া সরকারের সব শর্ত পূরণ করার পরও আরো বেশ কিছু স্কুল জাতীয়করণের বাইরে রয়ে গেছে।’

তিনি আরো বলেন, সর্বশেষ তালিকাভুক্ত ৯৬০টি স্কুল তদন্তের মাধ্যমে ৫৩৩টি জাতীয়করণ করা হয়। এর পর আরো ৩১১টি অযোগ্য স্কুল রাতারাতি জাতীয়করণ করা হয়। জাতীয়করণযোগ্য বাদ পড়া বিদ্যালয়গুলোর তালিকা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

সংগঠনের সহসভাপতি মো. ছালেহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব আলহাজ মো. মনছুর আলী, সাংগঠনিক সম্পাদক শাহনাজ ফারভীন, মহিলা সম্পাদিক মঞ্জুয়ারা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মামুনুর রশিদ খোকন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মো. কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist