পীরগাছা (রংপুর) প্রতিনিধি

  ০৯ জুলাই, ২০২০

তিস্তা ওদের সব কেড়ে নিল

নৌকাডুবি

রংপুরের পীরগাছায় তিস্তা নদীর ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি ও আসবাবসহ অন্যত্র পাড়ি জমাতে গিয়ে শেষ রক্ষা হয়নি মুুকুল মিয়ার। মাঝনদীতে নৌকাডুবে ঘরবাড়ি, আসবাব, গরু-ছাগলসহ সব তলিয়ে যায়। এ সময় পরিবার-পরিজন নিয়ে কোনো রকমে সাঁতরিয়ে জীবন বাঁচালেও তিনি এখন আক্ষরিক অর্থেই সর্বহারা। গতকাল বুধবার উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, ছাওলা ইউনিয়নের ২নং গাবুড়া গ্রামের সোহরাব মিয়ার ছেলে মুকুল মিয়া নদীভাঙনের কবলে পড়ে গতকাল বেলা সাড়ে ১১টায় নৌকায় ঘরবাড়ি, আসবাব, গরু, ছাগলসহ ১০-১২ জন লোক নিয়ে বাঁধে আশ্রয় নিতে রওনা হন। এ সময় হাগুরিয়া হাসিম গ্রামের কাছে পৌঁছলে তাদের নৌকাটি প্রবল স্রোতে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা তার পরিবারের ১০-১২ জন সদস্য সাঁতরিয়ে পাড়ে ওঠেন। তারা এখন সম্পূর্ণ শূন্য হাতে শিবদেব বোল্ডারের পাড় বাঁধে আশ্রয় নিয়েছে। ওইদিন বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান তাৎক্ষণিকভাবে ওই পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও নৌকার মাঝি মকবুল হোসেনকে ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

পদ্মায় নৌকাডুবি, একজনের লাশ উদ্ধার :এদিকে কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় গত মঙ্গলবার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম নামের একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।গতকাল বুধবার বেলা ১টায় ঘটনাস্থলের দেড় কিলোমিটার ভাটিতে ভেসে ওঠা লাশ দেখে পাবনা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে। শরিফুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। এখনো তিন শ্রমিক নিখোঁজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close