নিজস্ব প্রতিবেদক

  ০৩ জুলাই, ২০২০

করোনা কেড়ে নিল আরো ২ চিকিৎসকের প্রাণ

সর্বনাশা কোভিড-১৯ কেড়ে নিল আরো দুই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাণ। তারা হলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক এম এ ওয়াহাব। অপরজন রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. এম এ ওয়াহাব।

তিনি একাধিকবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ছিলেন। এর আগে রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকাল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. রুহুল আমিন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আটজন চিকিৎসক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close