চট্টগ্রাম ব্যুরো

  ১৮ অক্টোবর, ২০১৯

লাশবাহী অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন জয়নাব বেগম (২৮) ও হাসপাতালে আহত হয়ে চিকিৎসার পর মারা যান বুলবুল আক্তার (৩৫)। লাশের পরিচয় হচ্ছে, মফিজুর রহমান (৭০)।

গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চাতরী চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সে বহন করা পুরুষের মৃতদেহটি ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হচ্ছেন সাহাব উদ্দিন ও নিজাম উদ্দীন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রাম নগরী থেকে অ্যাম্বুলেন্সে এক ব্যক্তির মরদেহ নিয়ে আনোয়ারায় ফিরছিলেন কয়েকজন। চাতরী বাজারের উত্তরে আসার পর আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। সেখানেই এক নারীর মরদেহ পাওয়া গেছে। পুরুষের মরদেহও পাওয়া গেছে, যিনি আগে থেকেই মৃত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুজনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়ে ওসি বলেন, আরো তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close