ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৯

নুসরাত হত্যাকাণ্ড একটি কলঙ্কময় অধ্যায়

মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নুসরাতকে পুড়িয়ে হত্যা করার ঘটনা বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি, এটি দেশের জন্য কলঙ্কময় অধ্যায়। গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একজন ছাত্রী তার কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির প্রতিবাদ করায় তাকে পুড়িয়ে হত্যা করা হয়। এর চেয়ে নির্মমতা, নৃশংসতা-বর্বরতা আর কিছুই হতে পারে না। রাফি বা নুসরাত একটা ‘প্রতিবাদের প্রতীকে’ পরিণত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close