নিজস্ব প্রতিবেদক

  ১০ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ আজ

প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী পালন করা হবে ‘জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’। আজ সোমবার জাতীয় ভ্যাট দিবস পালন করা হবে। একই সঙ্গে আজ থেকে শুর¤œ হচ্ছে ভ্যাট সপ্তাহ। চলবে ১৬ ডিসেম্বর পর্যšত্ম। এ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার ঢাকার সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের বিষয়ে কাজ চলছে। তবে এ নিয়ে নির্বাচনে যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, সে জন্য এনবিআর তাড়াহুড়াও করছে না বলে জানান তিনি। এ মুহূর্তে এ নিয়ে তাড়াহুড়া করলে ভাববে তিনি বিরোধী দলের হয়ে নির্বাচন করছেন, সে জন্য আমরা এটি করছি। এটা যাতে ওই লাইনে না যায়।

সম্মেলনে জানানো হয়, এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় এনবিআর সম্মুখে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিনিয়র সচিব, অভ্যšত্মরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। ওই দিনই বিকেল ৫টায় ঢাকার বঙ্গবন্ধু আšত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা দেওয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় আরো জানানো হয়, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সমৃদ্ধ রাজস্ব ভা-ার। ২০১৭-১৮ অর্থবছরে ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি টাকা রাজস্ব আহরিত হয়। ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close