চট্টগ্রাম ব্যুরো

  ০৮ অক্টোবর, ২০১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে ইয়াবা-অস্ত্র

চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের লালখানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন ও নোয়াখালী জেলার চাটখিল থানাধীন শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে শাহরিয়ার।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। আমাদের কাছে আগে থেকে খবর ছিল ওই গাড়িতে ইয়াবা ও অস্ত্র আছে। যা টেকনাফ থেকে আনা হয়েছে। তিনি বলেন, মাইক্রোবাসটি তল্লাশি করে সেখানে লুকিয়ে রাখা প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা এসব ইয়াবা ও অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close