নিজস্ব প্রতিবেদক

  ২১ জুন, ২০১৮

কূলকিনারা হয়নি সুমন জাহিদের মৃত্যুর রহস্য

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মৃত্যুর সঠিক কারণ ঘটনার চার দিন পরও জানা যায়নি। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘটনা অন্যদিকে মোড় ঘোরানোর জন্য লাশ রেল লাইনের ওপরে ফেলে রাখা হয়েছিল। তবে খুব কাছ থেকে সুমন জাহিদকে রেল লাইনের ওপরে শুয়ে আত্মহত্যা করতে দেখেছে বলে দাবি করেছে আট বছরের এক শিশু। উল্লেখ্য, গত ১৪ জুন সকালে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় রেল লাইনের পাশ থেকে সুমন জাহিদের (৫২) দ্বিখ-িত লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

পরিবার ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য ভিন্ন হলেও সুমন জাহিদের মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলছেন না কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক। তিনি বলেন, ‘আমরা সবগুলো বিষয় সামনে রেখে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। ময়নাতদন্তের রিপোর্ট ও আমাদের তদন্ত এবং গোয়েন্দা তথ্য একসঙ্গে বিশ্লেষণের পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।’

ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘সুমন জাহিদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্য পাঠিয়েছি। সেটার প্রতিবেদন হাতে আসার পর আমরা চূড়ান্ত প্রতিবেদন দেব।’

ঢামেক ফরেনসিক বিভাগের একটি সূত্র জানিয়েছে, যেহেতু পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সব কিছু জানা যাবে ভিসেরা পরীক্ষার পর। সুমন জাহিদের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) এ টি এম এমদাদুল হক বুলবুল বলেন, ‘আমাদের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার আত্মহত্যা করার মতো কোনো পরিবেশ ছিল না। পারিবারিকভাবে তিনি সুখী ছিলেন।’

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়া ও দ্বিখ-িত দেহের গলা বাদে অন্য কোথাও গুরুতর আঘাত না থাকায়, সুমন জাহিদকে পরিকল্পিতভাবে হত্যাকা-ের বিষয়টি সামনে আসছে বলে মন্তব্য করেন এ টি এম এমদাদুল হক।

তবে ঘটনাস্থলে উপস্থিত থাকা আট বছরের এক শিশুর দাবি, সুমন জাহিদ রেল লাইনের ওপরে শুয়ে আত্মহত্যা করেছেন। আর তার সামনেই এ ঘটনা ঘটেছে।

এ টি এম এমদাদুল হক বুলবুল বলেন, ‘শিশুটি কেন এমন বক্তব্য দিচ্ছে, তা আমাদের জানা নেই। খবরে আমরা দেখেছি, ওই শিশু বলেছেÑ সুমন জাহিদ দোকানে বসে চা খেয়েছে। এটা কী করে সম্ভব। ও তো চা খেত না। এসব বক্তব্যে আমাদের সন্দেহ রয়েছে।’ এই প্রতিবেদকের কাছে দোকানে বসে সুমন জাহিদের চা খাওয়ার বিষয়ে কিছু বলেনি প্রত্যক্ষদর্শী ওই শিশুটি।

কেন শিশুটি আত্মহত্যার কথা বলছে, এমন প্রশ্নে এ টি এম এমদাদুল হক বুলবুল বলেন, ‘আমরাও ঠিক বুঝতে পারছি না, শিশুটা কেন এমন বলছে। অন্যকোনো উদ্দেশ্য থাকতে পারে। পরিকল্পিতভাবে হত্যা করার পর আত্মহত্যা হিসেবে চালানোর জন্য ষড়যন্ত্র হতে পারে। আমরা চাইব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথাযথ তদন্তের মাধ্যমে মূল কারণ বের করে আনবেন।’

পুলিশের তদন্ত চলছে বলে দাবি করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন ফারুক মজুমদার। তিনি বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা-এসব বিষয় মাথায় রেখেই তদন্ত করছি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে তদন্তের আরও অগ্রগতি হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist