আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুন, ২০১৮

প্রথম কলাম

চলে গেল সবচেয়ে বয়স্ক বনমানুষ

চলে গেল পৃথিবীর সবচেয়ে বয়স্ক বনমানুষটি। অস্ট্রেলিয়ার পার্থ চিড়িয়াখায় পুয়ান নামের এই বনমানুষটি গত সোমবার ৬২ বছর বয়সে মারা যায়। মোট ১১ সন্তানসহ ৫৪ জনের বিশাল বংশ রেখে মারা যায় পুয়ান। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার পার্থ চিড়িয়াখায় আনা হয়েছিল এই বনমানুষটি। পুয়ানকে চিড়িয়াখানাটির ‘গ্র্যান্ড ওল্ড লেডি’ নামে ডাকা হতো। ২০১৬ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস পুয়ানকে তার প্রজাতি অর্থাৎ সুমাত্রান বনমানুষদের মধ্যে সব থেকে বেশি বয়সী বলে ঘোষণা দেয়।

এই প্রজাতির বনমানুষের সর্বোচ্চ আয়ু হয় সাধারণত ৫০ বছর। সেদিক থেকে বিরল ঘটনা ঘটিয়েছে পুয়ান। ধারণা করা হয়, ১৯৫৬ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় জন্ম হয়েছিল পুয়ানের।

পার্থ চিড়িয়াখানার সুপারভাইজার হলি থম্পসন বলেন, পুয়ান যে প্রজাতির ছিল সেই প্রজাতির মাত্র ১০ শতাংশ আর পৃথিবীতে বেঁচে আছে। এই চিড়িয়াখানা এবং নিজ বংশের জন্য অনেক কিছু করে গেছে পুয়ান। সম্প্রতি পুয়ানের বংশের কিছু সদস্যকে সুমাত্রার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist