আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ জুন, ২০১৮

ব্রিটেনের ইফতারে অমুসলিমরাও

পুরো রমজান মাসজুড়েই ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে ইফতার আয়োজনের ধুম লেগে আছে। গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি মসজিদ ও ইসলামিক সংগঠন এ ইফতার আয়োজনে দাওয়াত দিচ্ছেন ব্রিটেনের অমুসলিমদেরও। বিশেষ করে মুসলমানদের বিষয়ে ভ্রান্ত ধারণা দূর করতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির জন্য এই আয়োজন করা হয়ে থাকে।

বিগত কয়েক বছর ধরে ব্রিটেনসহ পুরো ইউরোপ জুড়ে বেশ কয়েকটি সন্ত্রাসী কর্মকা-ে মুসলিমদের নাম উঠে আসায় এখানে বসবাসরত মুসলিম ও অমুসলিমদের মাঝে দূরত্ব বাড়তে থাকে প্রতিনিয়ত। এমনকি সাম্প্রতিক সময়ে বেড়েছে মুসলিম বিদ্বেষী নানা ঘটনাও। তাই প্রবাসী বাংলাদেশি পরিচালিত লন্ডনের বেশ কয়েকটি মসজিদ ও সংগঠন আনুষ্ঠানিকভাবে অমুসলিমদের ইফতার আয়োজনের দাওয়াত দিয়ে রমজান মাস ও মুসলিমদের সম্পর্কে নানা বিষয় খোলাখুলিভাবে আলোচনা করে।

মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একত্রে এ ধরনের ইফতার করার আমন্ত্রণ পেয়ে বেশ উচ্ছ্বসিত অমুসলিমরা। এখানে এসে মুসলমান এবং ইসলাম ধর্ম সম্পর্কে তাদের ধারণা আরো পরিষ্কার হলো বলে জানান তারা। একজন বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানে এর আগে অংশগ্রহণ করিনি। এখানে এসে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম।’

এক সমীক্ষায় দেখা গেছে, ২০৫০ সালে ব্রিটেনে মুসলিমদের সংখ্যা হবে এক কোটি ৩০ লাখ। বর্তমানে ব্রিটেনে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। নিজ দেশের মানুষ তো আছেই, অভিবাসী মানুষের সংখ্যাও কম নয়। যার অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist