কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১২ মে, ২০১৮

মিঠামইনে রিকশায় করে বাজার ঘুরলেন রাষ্ট্রপতি

দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জে গিয়ে রিকশায় চড়লেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা হেলিপ্যাড অবতরণ করেন। এ সময় ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে হেলিপ্যাড থেকে রাষ্ট্রপতি রিকশায় চড়ে উপজেলা পরিষদ ডাকবাংলোতে যান। সেখানে গার্ড অব অনার শেষে কিছুক্ষণ বিশ্রাম নেন। বিশ্রাম সেরে আবার রিকশায় চড়ে ডাকবাংলো বাজার ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

শেষে কামালপুরে নিজের বাড়িতে যান রাষ্ট্রপতি। বাড়ির আঙিনায়ও তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

তিনি জুমার নামাজ পড়েন বাড়ির মসজিদে। নামাজের পর বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বাড়ির আঙিনায় সবার কাছে বাবা-মায়ের জন্য দোয়া চান রাষ্ট্রপতি। তিনি হাওরে বজ্রপাতে অনেক মানুষ মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবিলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়। হাওরে এবার ধানের ভালো ফলন হলেও অতিবৃষ্টিতে মাঠের ধান কাটতে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহম্মেদ তৌফিক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মো. সারোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সারোয়ার মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামিল, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্তি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম প্রমুখ।

দুপুরের পর মিঠামইন ডাকবাংলোয় বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন রাষ্ট্রপতি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist