বিশেষ প্রতিবেদক

  ১৮ অক্টোবর, ২০১৭

থামলো ঝড়, বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য

অবশেষে থামলো ঝড়। থামলো তাণ্ডব। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বড় পুঁজি সংগ্রহ করলেন। আর সেই ভারে চাপা পড়ে যাবার অবস্থা হলো বাংলাদেশি বোলারদের। নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করলো ৬ উইকেটে ৩৫৩ রান। আমলা ৮৫, ডি ভিলিয়ার্স ১৭৬ রান করে। বাংলাদেশের হয়ে সাকিব ২ ও রুবেল হোসেন নেন ৪টি উইকেট।

বাংলাদেশকে জিততে করতে হবে ৩৫৪ রান।

তাণ্ডব চালানো ভিলিয়ার্সকে ফেরালেন রুবেল

হঠাৎ লণ্ডভণ্ড করে দেয়া প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্সকে শেষমেষ ফেরালেন রুবেল হোসেন। ফেরার আগে ১০৪ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে যান তিনি। তবে রানের পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে বাংলাদেশ।

ফের উইকেট

আবারও উইকেট মিললো বাংলাদেশের। এবার হাশিম আমলাকে ফেরালেন রুবেল হোসেন। দক্ষিণ আফ্রিকার রান তখন ২৩০। সাজঘরে ফেরার আগে হাশিম আমলা ৮৫ রানের পুঁজি নিয়ে যান। এই রান করতে আমলা ৯২ বল খরচ করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ৩৭ ওভারে ২৩৩ রান।

অবশেষে কাঙ্খিত উইকেট

বহু প্রতীক্ষার পর অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। সেই সাকিবের হাত ধরেই উইকেট পেল বাংলাদেশ দল। তাও একটি নয় এক বল ব্যতিরেখে আরও একটি। অর্থাৎ এক ওভারে দুই উইকেট নিয়ে সাউথ আফ্রিকান শিবিরে প্রথম আঘাত হানলেন তিনি। দলের ১৮ ওভারের শেষ দিকে এই সফলতা। দলের রান তখন ৯০।

সাকিব তার ব্যক্তিগত পঞ্চম ওভারের চতুর্থ বলে ডি কুককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন। কুকের রান যখন ৬১ বলে ৪৬। এরপর ব্যাট করতে আসেন অধিনায়ক ডু প্লেসিস। ওভারের শেষ বলে প্লেসিসকে বোল্ড করে পুরো দলকে উজ্জিবীত করে তুললেন সাকিব আল হাসান।

বুধবার দক্ষিন আফ্রিকার পার্লে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৭ ওভার পর্যন্ত বাংলাদেশের বোলারদের উপর দাপট নিয়ে খেলে যাচ্ছিলেন প্রথম ওয়ানডের দুই সেঞ্চুরিয়ান ডি কুক ও হাশিম আমলা। ১৮তম ওভারেই সেই জুটি ভাঙলেন সাকিব।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবশেষে,কাঙ্খিত,উইকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist