reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার লিগে বাংলাদেশের যুবারা

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের পর স্কটল্যান্ডকে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুব দল। টানা দুই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লীগ নিশ্চিত করেছে টাইগার যুবারা।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার লিগের খেলা নিশ্চিত করলো বাংলাদেশ।

এবারের যুব বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। ১৭ বছর বয়সী স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ যুব দল।

৯০ রানের জয়ের লক্ষ্য মাত্র ১৬.৪ ওভারেই পেরিয়ে যায় লাল-সবুজের যুবারা। মাহমুদুল হাসান জয় ৩৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার পারভেজ হোসেন ১৫ বলে ২৫ রান করেন।

এর আগে পচেফস্ট্রুমে টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র ৮৯ রানে অলআউট হয় স্কটল্যান্ড। টাইগার যুবাদের বোলিং তোপে ৩০.৩ ওভারে গুটিয়ে যায় স্কটিশরা।

বাংলাদেশের ‘হ্যাটট্রিক ম্যান’ রাকিবুল নেন ৪ উইকেট। ইনিংসের ২৪তম ওভারে হ্যাটট্রিক করেন রাকিবুল হাসান। তৃতীয় বলে কেস সাজ্জাদকে বোল্ড করার পরের দুই বলে লিলে রবার্টসন ও চার্লি পিটকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ১৭ বছর বয়সী এই স্পিনার। এছাড়া ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১১ ওভারে ৯ উইকেটের জয় দিয়ে যুব বিশ্বকাপের যাত্রা শুরু করে বাংলাদেশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুব বিশ্বকাপ,স্কটল্যান্ড,সুপার লিগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close