ক্রীড়া প্রতিবেদক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্ট

সাকিব-মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের বিদায়ে চাপে পড়েছে বাংলাদেশ। রশিদের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সাকিব। কিন্ত বল তার ব্যাটের ফাঁক গলে প্যাডে আঘাত হানে। ফিল্ডারদের জোড়ালো আবেদনে আউট দেন আম্পিয়ার। সাকিব রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। সাকিবের পর দ্রুত ফিরে যান মুশফিক।

সৌম্য সরকারের পর দ্রুত সাজঘরে ফেরেন লিটন দাস। প্রথমবারের মতো আক্রমণে এসেই সাফল্য পান রশিদ খান। রশিদ উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন লিটন। এর আগে সৌম্য সরকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৩৮ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন মোহাম্মদ নবী। নবির জোরের ওপর করা ডেলিভারি টার্ন না করে সোজা ভেতরে ঢোকা বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে মিস করেন ১৭ রান করা সৌম্য। ফিল্ডারদের জোড়ালো আবেদনে আউট দিতে খুব একটা ভাবতে হয়নি আম্পায়ারকে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দেশের হয়ে রহমত শাহ ১০২, আসগর আফগান ৯২ ও অধিনায়ক রশিদ খান ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম চারটি, সাকিব আল হাসান ও নাঈম ইসলাম দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাপে বাংলাদেশ,সাকিব-মুশফিক,চট্টগ্রাম টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close