reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০১৮

ঢাকা টেস্টে ডাক পেলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দলে ডাক পেয়েছেন লিটন কুমার দাস। মুশফিকুর রহিম আঙুলে চোট পাওয়ায় তার বিকল্প হিসেবে লিটনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বিসিবি নর্থ জোনের বিপক্ষে খেলতে বগুড়ায় ছিলেন লিটন। হঠাৎ জাতীয় দলে ডাক পাওয়ায় আজ সকালেই ঢাকার পথে রওনা হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটনের জায়গায় ওয়ালটনের হয়ে উইকেটকিপিং করছেন জাকের আলী।

মিরপুরে গতকাল সকালে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। পরে এক্স-রেতে তার আঙুলে কোনো চিড় ধরা পড়েনি। তার চোটটা গুরুতর নয় বলেই গতকাল জানান বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েন লিটন। বিসিএলে প্রথম রাউন্ডে প্রথম ইনিংসে ডাক মারলেও দ্বিতীয় ইনিংসে করেন ৮৪ রান। দ্বিতীয় রাউন্ডের প্রথম ইনিংসে গতকাল অবশ্য তিনি ৩ রানের বেশি করতে পারেননি।

শেষ মুহূর্তে লিটনকে অন্তর্ভুক্ত করায় ঢাকা টেস্টের দল ১৩ জন থেকে বেড়ে হলো এখন ১৪ জনের। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লিটন দাস,ঢাকা টেস্ট,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close