reporterঅনলাইন ডেস্ক
  ৩০ মে, ২০১৮

স্পেনে শুরু সালাহর ফেরার লড়াই

রামোসের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সার্জিও রামোসের সঙ্গে বল দখলের সময় কাঁধে চোট পেয়েছিলেন মোহাম্মদ সালাহ। আর তাতে বিশ্বকাপে খেলার স্বপ্নটা ফিকে হতে বসেছে মিসরীয় ফারাওয়ের। কিন্ত সালাহ নিজেকে মনে করেন একজন ‘যোদ্ধা’। লিভারপুল প্রাণভোমরা যেকোনো মূল্যে সুস্থ হয়ে খেলতে চান স্বপ্নের বিশ্বকাপে।

এজন্য এই সপ্তাহেই স্পেনে যাচ্ছেন ২৫ বছর বয়সী ফরওয়ার্ড। স্পেনেই চোট কাটিয়ে মাঠে ফেরার অভিযান শুরু করবেন তিনি। সালাহ চোটে পড়ায় গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের সব জায়গায় সমালোচনা শুনতে হচ্ছে রামোসকে। এবার মিসরের এক উকিল ১ বিলিয়ন ইউরোর (৮৪৫১ কোটি টাকা) মামলা ঠুকে দিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডারে বিপক্ষে।

এছাড়া সালাহর এমন চোটে ভক্তরাও আছেন দুশ্চিন্তায়। চোটে ফেলায় রামোসের শাস্তির জন্য কয়েক দিন ধরে অনলাইনে সোচ্চার হয়েছেন সালাহর ভক্তরা। ফিফা ও উয়েফার কাছে রামোসের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য অনলাইনে আবেদন শুরু করেন এক নাইজেরিয়ান সাংবাদিক। আবদুল হাকেমের করা সেই আবেদনে আজ দুই দিনে প্রায় ৪ লাখ মানুষ স্বাক্ষর দিয়ে একাত্মতা প্রকাশ করেছে।

আবেদনে বলা হয়েছে, ‘রামোস ইচ্ছাকৃতভাবে সালাহর বাহুকে তার হাতের মধ্যে রেখেছিল যার কারণে তার কাঁধের হাড় মচকে গেছে। এজন্য সালাহকে মাঠ থেকে উঠে যেতে হয়। বিশ্বকাপও অনিশ্চিত তার।’

হাকেম ওই আবেদনে আরো বলেন, ‘রামোস ভবিষ্যতের খেলোয়াড়দের ভালো কিছু শিক্ষা দিচ্ছে না। নিরপেক্ষভাবে ম্যাচ জেতার চেয়ে সে মাঠে কূটকৌশল চালাচ্ছে যা খেলার মূলমন্ত্রের পরিপন্থী।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোহাম্মদ সালাহ,লিভারপুল,রামোস,মিসর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist